সাংবাদিক মনোয়ারা মনুর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:২৫, ১৪ অক্টোবর ২০২০
সাংবাদিক দিল মনোয়ারা মনুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এই নারী ও শিশু অধিকারকর্মী ২৫ বছর ‘পাক্ষিক অনন্যা’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কচি-কাঁচার মেলাসহ বহু সংগঠনের সঙ্গে।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য মনোয়ারা মনুর মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি নবাবগঞ্জের বাররায় এবং ঢাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। আজ সন্ধ্যা ৭টায় অনলাইন স্মরণ অনুষ্ঠান হবে।
এসএ/